জার্মানিতে করোনার প্রথম টিকা নিলেন বৃদ্ধাশ্রমের শতবর্ষী নারী

জার্মানিতে ফাইজার-বায়োএনটেকের প্রথম টিকা নিলেন এদিথ কোইজালা নামে এক বৃদ্ধাশ্রমের ১০১ বছর বয়সী নারী।

দেশটির পূর্বাঞ্চলের সাক্সোনি-আনহাল্ট এলাকার ওই প্রবীণ নিবাসে স্থানীয় সময় শনিবার সকালে তাকে ওই টিকার প্রথম ডোজটি দেয়া হয়। খবর ডয়েচে ভেলের।

জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরুর আগেই ওই বৃদ্ধাকে করোনার টিকা দেয়া হয়।

বৃদ্ধাশ্রমটির ব্যবস্থাপক টোবিয়াস ক্রুয়েজার গণমাধ্যমকে বলেন, সাক্সোনি-আনহাল্ট এলাকার ওই প্রবীণ নিবাসে ৪০ বাসিন্দা ও ১০ কর্মী রয়েছেন।  তাদের সবাইকে টিকা দেয়া হয়েছে।

সবার আগে যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদন দেয়। পশ্চিমা দেশে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকাই প্রথম অনুমোদন পায়।

এর পর যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সিঙ্গাপুরে টিকা প্রয়োগ শুরু হয়। তবে ইইউয়ের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় মেডিসিন এজেন্সি (এমা) ২১ ডিসেম্বর টিকা প্রয়োগের অনুমতি দেয়।

ওই দিন রাতেই ইউরোপীয় কমিশন ২৭ ডিসেম্বর থেকে টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দেয়। শনিবার কয়েক হাজার টিকা আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তারা টিকাগুলো স্থানীয় টিকা কেন্দ্রে বিতরণ করেছেন।

প্রবীণ নিবাসের ৮০ বা তার চেয়ে বেশি বয়সের বাসিন্দা ও কর্মীরা প্রথমে টিকা নেবেন। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান দিনটিকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ১৪ হাজার ৪৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে করোনায় ২৪০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪২২ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: