সিলেট: এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২০০ জন

নিউজ ডেস্কঃ সিলেটে করোনায় কমেছে আক্রান্ত। সেই সাথে দ্রুত বাড়ছে করোনা থেকে সুস্থতা। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২শত। এছাড়াও করোনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। এছাড়া সিলেট বিভাগে আরও ২জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসায় ৮জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সিলেট জেলার। এছাড়াও বিভাগের অন্য কোথাও কেউ আক্রান্ত হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শনিবার (৬ ফেব্রুয়ারি)  সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৯৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২০০ জন।

সিলেটের চার জেলায় ৩৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৭জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: