হোয়াইট হাউজের কর্মীদের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর ড. অ্যান্থনি ফৌসি। মার্কিন হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের নেতৃত্বেও ছিলেন ড. অ্যান্থনি ফৌসি ।
জানা গেছে, হোয়াইট হাউজের করোনায় আক্রান্ত এক কর্মীর সংস্পর্শে এসেছিলেন ড. অ্যান্থনি ফৌসি। যদিও পরীক্ষায় ফৌসির শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, ঝুঁকি কমাতে ফৌসি যথাযথ সতর্কতা অবলম্বন করছেন । হোয়াইট হাউজের পক্ষ থেকে আরো বলা হয়, কোয়ারেন্টাইনের সময় বাড়ি থেকে কাজ করবেন ড. অ্যান্থনি ফৌসি।
সম্প্রতি সময়ে ফৌসিসহ যুক্তরাষ্ট্রের করোনা টাস্কফোর্সের তিনজন সদস্য কোয়ারেন্টাইনে গেছেন।