যে আমলে গলার কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ!

বাঙালিদের প্রথম পছন্দ হলো মাছ। ভাতে কিংবা পোলাও মাছ ছাড়া চলে না অনেকেরই।

আর এ মাছে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। কিন্তু এই মাছ নিয়ে সমস্যা শুধু এক জায়গায়। সেটা হলো তার কাঁটা। মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।
আপনার গলায় মাছের কাঁটা বিঁধলে কোনো চিন্তা নেই। ডাক্তারের কাছে যেতে হবে না। পবিত্র কোরআনের আয়াতের ফজিলত দেখুন-

আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাটা চলে না যাওয়া পর্যন্ত। ইনশাল্লাহ! কিছুক্ষনের মধ্যে কাঁটা চলে যাবে।
দোয়াটি হলো-
উচ্চারণ: ‘ফালাওলা ইযা- বালাগাতিল হুলকুম।’
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
উচ্চারণ: ‘ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’
অর্থ: অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়।
(সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: