অসহায় মানুষের পাশে পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশন

 

মো: মহিউদ্দিন শিপু, কুলাউড়া (মৌলভীবাজার): ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকেই পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশন কাজ করছে মানবতার সেবায়। আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান সকলের সহযোগিতায় গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এ ফাউন্ডেশন। তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রয়েছে, ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, কোরআন বিতরণ কর্মসূচি, এতিম ও অসহায় মানুষদের নিয়ে ইফতার মাহফিল, ফ্রি ঔষধ বিতরণ ও চিকিৎসা পরামর্শ, ঈদ সামগ্রী বিতরণ, কন্যা দায়গস্ত পরিবারে বিবাহের সহযোগিতা, বসত বাড়ি তৈরীর সহযোগিতা, গরিব ছেলে মেয়েদের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা, এ কর্মসূচি গুলার মধ্যে অনেকটাই ইতিপূর্বে বাস্তবায়িত হয়েছে, বাকি কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট রয়েছে তারা। বর্তমান করোনা ভাইরাস এর সময় ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এ প্রতিষ্ঠান,

এ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সপ্তাহব্যাপী কয়েক শতাধিক অসহায় মানুষদের কে নগদ অর্থ বিতরণ কর্মসূচি চলছে, আজ বৃহস্পতিবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির সিদ্দিকী জামাল এর সঞ্চালনায় পৃথক পৃথক ভাবে বিভিন্ন স্থানে নগদ অর্থ বিতরণে অংশ নেন কুলাউড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা সিলেট ব্যুরো চীফ ও সিলেট বিভাগ সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হুসাইন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ আহমেদ, ছাত্র নেতা ইমন আহমদ, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবির হোসেন সিদ্দিকী নাঈম, আব্দুল্লাহ, সাইফ হুসেন সিদ্দিকী নিসাত প্রমুখ।

 

 

 

 

 

 

 

উল্লেখ্য যাদের পৃষ্ঠপোষকতায় এ ফাউন্ডেশন এ পর্যন্ত এগিয়েছে তারা হলেন, আলহাজ্ব আবুল হোসেন সিদ্দিকী জায়েদ, আলতাফ হোসেন সিদ্দিকী জমসেদ ও কাতারস্হ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহ সভাপতি আমীর হোসেন সিদ্দিকী জসিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: