প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম পেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে মোদি লিখেছেন, আম পাঠানোর এ সৌজন্যতা তাকে ছুঁয়ে গেছে।
ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিটি পাঠানো হয় বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে। ঢাকা সফরের সময় আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেয়া হয়েছিল, এই আম উপহার সেটাই স্মরণ করিয়ে দিলো।

একইসঙ্গে তিনি লিখেছেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিতে উভয় সরকার অঙ্গীকারাবদ্ধ।

গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক ট্রাক ‘হাড়িভাঙা’ আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও পাঠানো হয় ৩০০ কেজি আম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: