এক ডোজ করে টিকা দিতেই ৪–৫ বছর লেগে যাবে: জি এম কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে এখন সারা দেশই করোনার হটস্পট হয়ে উঠেছে। প্রতিদিনই করোনায় আক্রান্তের সঙ্গে ভয়াবহভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে গণটিকার বিকল্প নেই। কিন্তু সরকারি হিসাবেই এক ডোজ করে টিকা দিতেই চার–পাঁচ বছর সময় লেগে যাবে।গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, বিশেষজ্ঞদের মতে, কমপক্ষে দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পারলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে। সে অনুযায়ী ১৩ কোটি ৬০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে হবে। কিন্তু এখন পর্যন্ত টিকার আওতায় এসেছেন মাত্র ৩ দশমিক ৩০ শতাংশ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: