জর্জ ফ্লয়েডের নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদে আটলান্টিক সিটিতে বিক্ষোভ

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকাকালীন কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ধারাবাহিকতায় নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতেও প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জুন,শনিবার দুপুরে সিটি হলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিছিল সহকারে আটলান্টিক সিটির ২৭১৫, আটলানটিক এভিনিউতে অবস্হিত ‘পাবলিক সেইফটি ভবন’ এর সামনে এসে জড়ো হন।এখানেও প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহনকারীদের কণ্ঠে ছিল পুলিশি বর্বরতার বিরুদ্ধে নানা স্লোগান, আর হাতে ছিল প্রতিবাদী সব পোস্টার-ব্যানার-ফেস্টুন। কৃষ্ণাঙ্গদের পাশাপাশি অনেক শ্বেতাঙ্গ,স্প্যানিশ ও এশিয়ান কমিউনিটির লোকজন এই প্রতিবাদ সমাবেশে সামিল হন। প্রতিবাদ সমাবেশে নিউজারসি রাজ্যের সিনেটর ক্রিস এ ব্রাউন, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশ শেষে একটি মিছিল আটলান্টিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: