চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধের আশঙ্কা নিয়ে মুখ খুললেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

নিউজ ডেস্কঃ 

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধের শঙ্কা নিয়ে মুখ খুলেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীন-যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা স্নায়ুযুদ্ধে পরিণত হবে না। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

 

 

এদিকে এশিয়া-প্যাসিফিক কোঅপারেশনের (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে এক বৈঠকে দেওয়া রেকর্ডকৃত বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে স্নায়ুযুদ্ধ যুগের উত্তেজনায় ফিরিয়ে নেওয়া যাবে না।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার মার্কিন প্রতিপক্ষের সাথে ভার্চুয়াল বৈঠকের আগে বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শীতল যুদ্ধের যুগের উত্তেজনায় ফিরে আসার বিরুদ্ধে সতর্ক করেছেন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ভূ-রাজনৈতিক ভিত্তিতে আদর্শিক লাইন তৈরি করা কিংবা ছোট বৃত্ত গঠনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: