বদলে যাচ্ছে উইন্ডোজ ১১-এর টাস্কবার ও স্টার্ট মেনু

তথ্য-প্রযুক্তি ডেস্কঃ 

মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজের সর্বশেষ সংস্ক্রন উইন্ডোজ ১১ নিয়ে আসার পর থেকে গ্রাহকরা নানারকম অভিযোগ তুলেছিলেন। অনেকেই বলছেন ব্যবহার উপযোগিতার বিচারে উইন্ডোজ ১০ থেকে পিছিয়েই আছে উইন্ডোজ ১১’র টাস্কবার। অসন্তোষ নতুন উইন্ডোজের স্টার্ট মেনু নিয়েও। এতসব অভিযোগের সমাধানে উইন্ডোজ ১১’র টাস্কবার ও স্টার্ট মেনুর প্রয়োজনীয় উন্নয়ন কাজ করছে মাইক্রোসফট। একাধিক মনিটর ব্যবহারের ক্ষেত্রে উইন্ডোজ ১১’র টাস্কবারে তারিখ ও ঘড়ির অনুপস্থিতি নিয়ে অভিযোগ ছিল ব্যবহারকারীদের। উইন্ডোজ ইনসাইডারের হাতে থাকা নতুন একটি আপডেটে একাধিক মনিটরেও সময় ও তারিখ দেখার ফিচার ফিরিয়ে আনছে মাইক্রোসফট। এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে আপডেটটি। টাস্কবারের পাশাপাশি উইন্ডোজ ১১’র স্টার্ট মেনু নিয়েও উন্নয়ন কাজ চালাচ্ছে মাইক্রোসফট।

মাইক্রোসফট উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের প্রধান অ্যামান্ডা ল্যাঙ্গোস্কি বলেন, ‘আমরা অ্যাডভান্সড শেয়ারিং সেটিংসটি (যেমন : নেটওয়ার্ক ডিসকভারি, ফাইল এবং প্রিন্টার শেয়ারিং এবং পাবলিক ফোল্ডার শেয়ারিং) সরিয়ে সেটিংস অ্যাপের অ্যাডভান্সড নেটওয়ার্ক সেটিংসের অধীনে নিয়ে এসেছি।’ পরিবর্তন এসেছে সেটিংস পেজের ‘প্রিন্টার্স অ্যান্ড স্ক্যানার্স’ অংশেও। তবে, কন্ট্রোল প্যানেলের কিছু অংশ ব্যবহারকারীকে সরাসরি নিয়ে যাবে মূল সেটিংস অ্যাপে। এ পরিবর্তনগুলো বিবেচনায় নিলে মাইক্রোসফট ক্রমশ কন্ট্রোল প্যানেল থেকে আরও আধুনিক সেটিংস অ্যাপের দিকে সরছে বলে ইঙ্গিত মিলছে।

তবে এ পরিবর্তনগুলোর সুফল পেতে ব্যবহারকারীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। পরিবর্তনগুলো এখন ডেভেলপারদের মধ্যেই সীমাবদ্ধ রাখছে মাইক্রোসফট। কার্যক্ষমতা প্রমাণিত হলে প্রতি মাসে উইন্ডোজের জন্য যে আপডেট উন্মুক্ত করে মাইক্রোসফট, তার অংশ হতে পারে ফিচারগুলো, আর নয়তো চলে যাবে উইন্ডোজ ১১’র বার্ষিক আপডেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: