ক্যাপিটল হিলে হামলার নথি প্রকাশ না করতে ট্রাম্পের আহ্বান

নিউজ ডেস্কঃ 

গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় হোয়াইট হাউজের নথি প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের প্রতি এ আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রসমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ফেসবুক-টুইটারসিহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের উসকানিমূলক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা। এই ঘটনার তদন্ত করছে কংগ্রেসনাল কমিটি। তদন্তের অংশ হিসেবেই হোয়াইট হাউজের কাছ থেকে কিছু নথি চেয়েছে তারা।

ফেডারেল আপিল আদালতও নিম্ন আদালতের সঙ্গে নথি প্রকাশের রায়ে অনুমতি দেওয়ার একমত পোষণ করেছেন। পরে ট্রাম্পের আইনজীবীরা এর বিপক্ষে আপিল করেন সুপ্রিম কোর্টে। সেখানে তারা যুক্তি দেখান, একজন সাবেক প্রেসিডেন্টের মেয়াদোত্তীর্ণের পরও এসব নথিপত্র বিশেষ নির্বাহী অধিকার দ্বারা সংরক্ষিত।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ফ্লোরিডার এক ব্যক্তিকে পাঁচ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রবার্ট স্কট পালমার। এ ঘটনায় তিনিই সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: