ভারতে মুসলিম বিরোধী বক্তব্য, ক্ষোভের ঝড়

নিউজ ডেস্কঃ 

ভারতে হিন্দু নেতাদের মুসলিম বিরোধী বক্তব্যের জেরে দেশজুড়ে ক্ষোভের ঝড় চলছে। এনিয়ে উত্তরখন্ড প্রদেশের পুলিশ মামলা দায়ের করেছে।

গত সপ্তাহে হিন্দু নেতাদের মুসলিম বিদ্বেষী বক্তব্যের ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই দেশজুড়ে সমালোচনার শুরু হয়।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত ১৭ থেকে ১৯ ডিসেম্বর হিন্দু নেতারা এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই নেতারা মুসলিমবিরোধী ভাষণ দেয়।

মামলা দায়ের হলেও কাউকে এখন পর্যন্ত আসামি করা হয় নি। কেননা এনিয়ে কেউ লিখিত অভিযোগ করেনি বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, মামলায় কেবল একজনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিয়াগি নামে একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে দেশটির সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা মুসলিম বিরোধী বক্তব্য দেওয়া অনেক নেতাকে শনাক্ত করেছে। যাদের মধ্যে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকারের সাংসদ। তথ্যসূত্র: বিবিসি, এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: