বাংলাদেশকে ২৪৪ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত

স্পোর্টস ডেস্কঃ 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারতীয় যুবারা।

শারজায় বল হাতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব। যথাক্রমে ১৬ ও ১৫ রানে বিদায় নেন দুই ওপেনার রাঘুভাংশী ও হারনুর।

মেহেরাবের বলে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন নিশান্ত সিন্ধু। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন শাইক রশিদ।

একপ্রান্ত আগলে রেখে ১০৮ বলে করেন অপরাজিত ৯০ রান। দলকে নিয়ে যান আড়াইশোর দোর গোড়ায়।

রশিদ ছাড়া আর কেউ-ই বলার মতো স্কোর গড়তে পারেননি। অন্যদের মধ্যে ভিকি অস্তাল অপরাজিত ২৮* (১৮ বলের মোকাবিলায়), অধিনায়ক ইয়াশ ঢুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রান করেন।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৪৩ রান।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাকিবুল শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান, এসএম মেহেরাব ও আরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: