বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স’র মিট এন্ড গ্রিট

নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স’র মিট এন্ড গ্রিট অনুষ্ঠিত হয় ১১ অক্টবর সন্ধ্যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারওম্যান জোয়ান আরিওলা এবং ব্রঙ্কস কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মাইকেল রেনডিনো। কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারওম্যান জোয়ান আরিওলা নিউইয়র্ক স্টেট রিপাবলিকান পার্টির সেক্রেটারি এবং এই নভেম্বর ইলেকশনে কুইন্স বোরো প্রেসিডেন্ট পদপ্রার্থী।
অনুষ্ঠানে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ডিসট্রিক্ট ১৪ তে কংগ্রেস এ পদপ্রার্থী জন কামিংস, ডিসট্রিক্ট ১৩ তে স্টেট সেনেট এর পদপ্রার্থী হেইজুস গঞ্জালেয এবং কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্ট জাসটিস এর পদপ্রার্থী জন স্পাটারো।
কোভিড-১৯ বিধিনিষেধ এর জন্য অল্প সংক্ষক বোর্ড মেম্বার হেডকোয়ার্টরে স্বয়ং উপস্থিথ হয়ে এই অতিথিদের স্বাগত জানান। তাঁদের পাশাপাশি সংগঠনের চেয়ারম্যান নাসির খান পল এবং অন্যান্য বোর্ড মেম্বাররা অনলাইন জুম এর মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দান করেন।
সংগঠনের মেম্বার সেক্রেটারি প্রিয়তোষ দে ও মিডিয়া ডাইরেক্টর সৈয়দা হোসেনের যৌথ সঞ্চালনায় এই সভায় চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্য রাখেন। চীফ কো-অর্ডিনেটর মোস্তাক চৌধুরী সংগঠনের  সংক্ষিপ্ত বিবরণী দেন।
দলের কো-চেয়ারম্যান বিদ্যুৎ সরকার, কো-চেয়ারম্যান এস এম ইকবাল সংগঠনের ভূমিকা নিয়ে কথা বলেন।
চেয়ারম্যান পল খান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসমাইল খানের জোরালো বক্তব্য ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ থেকে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা ও প্রচারণা কমিটির আহবায়ক খসরুল আলম, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, ট্রেজারার নির্মল পাল, প্রেস ডাইরেক্টর কাজি কাইয়ুম, বোর্ড মেম্বার সমর রায় ও সনজিত ঘোষ, কো-অর্ডিনেটর প্রকাশ দাশগুপ্ত ও পরেশ ধর, কিশোর হীরা, অনুকূল অধিকারী ও অন্যান্য রিপাবলিকান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: