বিশ্বে করোনায় ৫ হাজার ৮১৪ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ২৪ লাখ

নিউজ ডেস্কঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ হাজার ৮১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছেন ২৪ লাখ ৫০ হাজার ৪৬৯ জন।

সোমবার (১৭ জানুয়ারি) বিশ্বব্যাপী করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত মোট ৩২ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার ৬৪৬ জনে শরীরে করোনায় শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় মোট ৫৫ লাখ ৫৩ হাজার ৬০৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ৯০৯ এবং ৪ লাখ ১৬ হাজার ৬৬৬ জনে।  ভারতে গত একদিনে মৃত্যু ও শনাক্তের সংখ্যা ৩১৪ এবং ২ লাখ ৭১ হাজার ২০২ জনে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭১ লাখ ২২ হাজার ১৬৪ এবং ৪ লাখ ৮৬ হাজার ৯৪ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: